Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মাদক সেবনের অভিযোগে ঢাবির ৩ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ৩১ অক্টোবার ২০১৮, ০৪:১৪

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হলে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে।

আটক শিক্ষার্থীরা হচ্ছে, ঢাবির দর্শন বিভাগের সাবেক ছাত্র ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাজু ও হল ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী এবং স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলের কর্মচারী সুমন দে লাল।

হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. রহমত উল্লাহ ক্যাম্পাসলাইভকে জানান, আমরা যাদের আটক করেছি এদের ছাত্রত্ব শেষ। এদের বিরুদ্ধে মাদক বিক্রি ও মাদক রাখার অভিযোগ রয়েছে। অভিযানের খবর টের পেয়ে জানালা দিয়ে কিছু মাদক জানালা দিয়ে ফেলে দেয় তারা। আমরা এ ব্যাপারে কোনো ছাড় দেবো না। নিয়মিত অভিযান চলবে হলে।

জানা গেছে, কবি জসীম উদ্দীন হলের ৩২১ নম্বর রুমটি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতুর। তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মাহমুদ রাজু ও হল ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী হলে ইয়াবা এবং গাঁজা সেবন করেন। কর্মচারী সুমন দে লালের সঙ্গে মাদক বিক্রির সিন্ডিকেট গড়ে তোলেন তারা। হল প্রশাসন অভিযোগ পেয়ে ওই রুমে অবস্থানকারী কর্মচারীসহ তিনজনকে অটক করেছে। এসময় রুম থেকে মদের বোতল উদ্ধার করা হয়।

 

 


ঢাকা, ৩০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ