Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ধর্মঘটেও ঢাবির অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা

প্রকাশিত: ২৮ অক্টোবার ২০১৮, ১৯:৩১

লাইভ প্রতিবেদক: সারা দেশে পরিবহন ধর্মঘটের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত চলছে। ঢাবির ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হলো পূর্ব ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব কিছুর মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যাবলীকে সবাই সম্মান করেন।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী মল্লিক রুপালী বলেন, অবশ্যই সমস্যা হবে। আমাদের কলেজে অনেক মেয়ের বাসা নরসিংদী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন দূরের জায়গায়। সেখান থেকে যদি একটা মেয়ের ঢাকা কলেজের সিট পড়ে তাহলে সে পরীক্ষায় বসবে কিভাবে আর পরীক্ষা দিয়ে বাসায় যাবে কিভাবে? রাস্তায় তো কোনো গাড়িই থাকে না ধর্মঘটে। এ পরীক্ষার সময় এ ধর্মঘট করাটা ঠিক হচ্ছে না।

ঢাকা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পারভেজ বলেন, আমি আসি নারায়ণগঞ্জ থেকে। কেমনে আসব কিছুই বুঝতেছি না।

অনেকেই যাতায়াতের সমস্যা উল্লেখ করে পরীক্ষা বাতিলের দাবিও জানিয়েছেন। অভিমনু চাকমা নামের এক ছাত্র বলেন, আমাদের যাতায়াতের সার্বিক চিন্তা করে পরীক্ষাটা বাতিল হলে অনেক ভালো হতো।

সরকারি বাংলা কলেজের ছাত্রী রাবেয়া আক্তার বলেন, তারিখ পরিবর্তন করলে ভালো হয়। পরীক্ষা দিতে আসতে সমস্যা হবে। ধর্মঘটের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সমস্যা হতে পারে বলে মনে করছেন অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। অনেকেই পরীক্ষা বাতিলের দাবিও জানিয়েছেন।

সাত কলেজ সূত্রে জানা যায়, ২০১৪-১৫ সেশনের অনার্স তৃতীয় বর্ষ, ২০১৪-১৫ সেশনের ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও ২০১৩-১৪ সেশনের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী রবিবার ও সোমবার অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল ৯টায় সাত কলেজের রুটিন অনুযায়ী স্ব স্ব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার রুটিন অনুযায়ী জানা যায়, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা কলেজে, ঢাকা কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজে, সরকারি তিতুমীর কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে কবি নজরুল সরকারি কলেজে, সরকারি তিতুমীর কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি বাংলা কলেজে এবং সরকারি বাংলা কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি তিতুমীর কলেজে।

জানা গেছে, সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৮ দফা দাবিতে রবিবার ভোর ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের সমাবেশ থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

 


ঢাকা, ২৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ