Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির ‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁস ঘটনায় ফের তদন্ত কমিটি

প্রকাশিত: ২২ অক্টোবার ২০১৮, ২২:৩৯

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটে প্রশ্নফাঁসের ঘটনার অধিকতর তদন্তে ফের কমিটি গঠন করা হয়েছে। সোমবার ভিসি প্রফেসর আখতারুজ্জামান কমিটি গঠনের বিষয়ে নিশ্চিত করেছেন।

পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর নাসরীন আহমাদ। কমিটির অন্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এমদাদুল হক, সিন্ডিকেট সদস্য বজলুল মজনুন চুন্নু, জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর অসীম কুমার সরকার, বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর গোলাম রব্বানী।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে প্রশ্নফাঁসের অভিযোগ উঠে। পরে প্রশ্নফাঁসের সাথে জড়িত ৬ জনকে আটক করলে শাহবাগ থানায় মামলা হয়। তখন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর মুহাম্মদ সামাদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

এরপর প্রথমে ফল প্রকাশ স্থগিত রাখলেও পরবর্তীতে ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফল অস্বাভাবিক দেখা গেলে শিক্ষার্থীরা তা বাতিলের দাবি জানায়। আইন বিভাগের ছাত্র আখতার হোসেন পরীক্ষা বাতিলের দাবিতে অনশন শুরু করলে শিক্ষক-শিক্ষার্থীরা সরব হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোও পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে।

 


ঢাকা, ২২ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ