Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাহিত্যে অবদানের স্বীকৃতি পেল গ্রিন ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী

প্রকাশিত: ১৭ অক্টোবার ২০১৮, ০৬:৫৮

লাইভ প্রতিবেদক: সাহিত্য জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গুণী শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে গ্রিন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটোরিয়ামে অনুষ্ঠানে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হয়।

সম্মান পাওয়া শিক্ষার্থীরা হলেন, ঔপন্যাসিক মল্লিক মফিজুল ইসলাম ও কবি খালিদ হাসান ঋভু। ইংরেজি বিভাগীয় চেয়ারম্যান কেএম ওয়াজেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির, প্রো-ভিসি প্রফেসর ড. মো. ফৈয়াজ খান, ট্রেজারার মো. শহীদ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মের মাধ্যমেই মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। বিন্দু বিন্দু কাজের মাধ্যমে তারা নিজেরা যেমন উজ্জ্বল হয়, তেমনি দেশও হয় মহিমান্বিত। সাহিত্যে অবদান এ ক্ষেত্রে বড় নিয়ামক হতে পারে। সংবর্ধিত দুই গুণীকে গ্রিন ইউনিভার্সিটির গর্ব হিসেবে আখ্যা দেন তারা।

প্রসঙ্গত, উপন্যাস ও গল্পের বই লিখে ইতোমধ্যে তরুন লেখকদের মধ্যে জায়গা করে নিয়েছে সংবর্ধনাপ্রাপ্ত মল্লিক মফিজুল ও খালিদ হাসান। এই প্রেক্ষিতেই বিভাগ তাদের সম্মানিত করে।

 

 

ঢাকা, ১৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ