Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবির নতুন ক্যাম্পাস নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি

প্রকাশিত: ১০ অক্টোবার ২০১৮, ০১:১৮

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক নতুন ক্যাম্পাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোট। বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্র জোট নেতারা এ তিন দফা দাবি পেশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ দাবি গুলো জানানো হয়। তাদের দাবিসমূহ হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক কেরানীগঞ্জের ২০০ এশর জমিতে আবাসিক হলসহ নতুন ক্যাম্পাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। অবিলম্বে নতুন ভবনের ঊর্ধ্বমুখী ম্প্রসারণ কাজ এবং ছাত্রী হলের নির্মাণ কাজ সমাপ্ত করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

এসময় তারা কর্মসূচী মঙ্গলবার ৯ অক্টোবর তিন দফা দাবীতে ভিসি বরাবর স্মারক লিপি পেশ করার কর্মসূচী গ্রহণ করে। সমাজ তান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি এমএম মুজাহিদ অনিক বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৭/৪ ধারাবিরোধী আন্দোলন, উন্নয়ন ফি বিরোধী আন্দোলন, হল আন্দোলন, ক্যন্টিন আন্দোলন থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনেই শিক্ষার্থীদের পাশে ছিল প্রগতিশীল ছাত্র জোট।

বাংলাদেশ ছাত্রইউনিয়ন জবি সংসদের সভাপতি রুহুল আমিন বলেন, বিগত হল আন্দোলনে প্রগতিশীল ছাত্রজোট ছাত্রদের পাশে দৃঢ়ভাবে অবস্থান নেয় এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকরে। নানান বাঁধা, হামলা, মামলা উপেক্ষা করে ছাত্র জোট শিক্ষার্থীদের দাবি আদায়ে সচেষ্ট ছিল। সেই আন্দোলনের সফলতা হিসাবেই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক আবাসিক হল সহ নতুন ক্যাম্পাস নির্মাণে আমরা কেরানীগঞ্জে ২০০ একর জমি পেয়েছি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কিশোর কুমার সরকার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও জমি অধিগ্রহণের সর্বোচ্চ প্রশাসনিক অনুমোদন পেতে প্রায় দু’বছর সময় অতিবাহিত হয়ে গেল। প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো বারবার প্রশাসনের কাছে ক্যাম্পাস বিষয়ে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের কথা বললেও প্রশাসনের বক্তব্য ছিল দিশাহীন।

এসময় তিনি আরো বলেন, সমস্ত ব্যাপারে কাল ক্ষেপণ এক নিয়মিত ঘঁনায় পরিণত হয়েছে। জমি অধিগ্রহণে এ মুহূর্তে যেহেতু কোন প্রশাসনিক বাধা নেই তাই আমর প্রশাসনের কাছে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ২০০ এশর জমি অধিগ্রহণ পূর্বক আবাসিক হল নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা ছাত্রসমাজের সামনে হাজির করার এবং সেই সাথে আসন্ন বিশ্ববিদ্যালয় দিবসে তার ঘোষণা দেবার দাবি জানাচ্ছি।

ঢাকা, ০৯ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ