Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবির শিক্ষার্থী নীরব চলে গেছেন না ফেরার দেশে

প্রকাশিত: ৬ অক্টোবার ২০১৮, ০২:১৪

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মুখলেসুর রহমান নীরব আর নেই। চিকিৎসাধীন অবস্থায় নীরব চলে গেছেন না ফেরারর দেশে।

শুক্রবার বেলা ১১টা ২২ মিনিটে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নীরব বছর দুয়েক ধরেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এর মধ্যে প্রাথমিক অবস্থায় গত বছর ভারতে চিকিৎসা করানোর পর বেশ ভালো অবস্থাতেই ফিরেছিলেন তার চিরচেনা ক্যাম্পাসে।

তবে মাস দুয়েক আগে আবার ধরা পড়ে ক্যান্সার এবং যা ক্যান্সারের শেষ ধাপ বলে চিহ্নিত করেন চিকিৎসকরা। আর্থিকভাবে অসচ্ছল নীরবের পারিবারিক টানাপোড়েনের মধ্যেও তার চিকিৎসা চলছিলো সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে।

সম্প্রতি তার অবস্থা গুরুতর হলে জবি ক্যাম্পাসের কিছু তরুণের উদ্যোগে প্রায় দেড় লাখ টাকা সংগ্রহ করে তাকে কিছুটা উন্নত হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির মাত্র একদিনের মাথায় শুক্রবার বেলা ১১টা ২২ মিনিটে অন্তিম জীবনের পথে পা বাড়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ মেধাবী শিক্ষার্থী।


ঢাকা, ০৫ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ