Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির এক শিক্ষকের পদাবনতি, অন্যজনের চাকরিচ্যুতি

প্রকাশিত: ৩ অক্টোবার ২০১৮, ২৩:০৬

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নাসরীন ওয়াদুদের পদ অবনমন করে অ্যাসোসিয়েট প্রফেসর করা হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যান পদ থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

অন্যদিকে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের এক শিক্ষকের চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান জানান, অভিযুক্ত ওই শিক্ষক ছুটি নেয়ার পূর্বেই বিদেশ গমন করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের  অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনুপ কুমার সাহা ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগ থেকেই ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে আসছেন। অথচ তিনি ডিগ্রি সম্পন্ন করেন ২০১৮ সালের ১২ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রফেসর নাসরীন ওয়াদুদ ভারত যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ছুটি অনুমোদন করেন নেন ৪ মে থেকে। কিন্তু তিনি ২৭ এপ্রিল ভারতের উদ্দেশে দেশ ছাড়েন। যাওয়ার সময় বিভাগের চেয়ারম্যান হিসেবে কাউকে দায়িত্বও দিয়ে যাননি। এ সময় বিভাগের গুরুত্বপূর্ণ বিষয় সম্পাদনে অসুবিধা দেখা দেয়।

অন্যদিকে পিএইচডি সম্পন্ন হওয়ার আগেই ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে যোগদান করায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের শিক্ষক অনুপ কুমার সাহাকে চাকরিচ্যুত করা হয়েছে।

 

ঢাকা, ০৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ