Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

তুরস্কে ঢাবি শিক্ষার্থীর চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বার ২০১৮, ০৫:৫৯

লাইভ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীসহ দু'জনের মোট ৫২টি চিত্রকর্ম স্থান পেয়েছে তুরস্কে। জানাগেছে তুরস্কের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের তরুণ দুজন শিল্পীর চিত্রকর্ম। ওই দু'জন হচ্ছেন পারভেজ হাসান ও নাবিলা নবী।

ইজমির চিত্র ও ভাস্কর্য গ্যালারিতে অনেক দর্শকের উপস্থিতিতে গত মঙ্গলবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী। প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্ম দর্শকদের মুগ্ধ করেছে।


এই আয়োজনে বাংলাদেশ দূতাবাসকে সহায়তা করেছে স্থানীয় চারুকলা ও সংস্কৃতি বিভাগ। এ প্রদর্শনী চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। উল্লেখ্য, নৌবন্দর ও শিল্প নগরী হিসেবে ইজমিরের সুখ্যাতি রয়েছে।

জানা যায় তারা আরও প্রদর্শনীর আয়োজন করবে অন্যান্য দেশে।

 

ঢাকা, ২৯  সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ