Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বার ২০১৮, ১৯:৫১

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে ১১টয়ে পর্যন্ত। ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান চারুকলা অনুষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ৪৮০ জন। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা বা কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছে। সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ ১৫০০ জন নিয়ে অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর সকাল ১০টায়।

 


ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ