Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভুলে ভরা ঢাবির সমাবর্তন!

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০১৮, ২২:০৭

ঢবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন!!! বেশ ভালো কথা, ছাত্রছাত্রীরা নামের বানান বা অন্য যে কোন ভুলের জন্য প্রতিটি ভুলে দিতে হবে ২০৫ টাকা। আর বিশ্ববিদ্যালয় যে হাজার হাজার ছাত্রছাত্রীদের একাধিক ভুলে ভরা ফর্ম বিতরণ করে চলেছে সেটা দেখবে কে?

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। দেখা গেছে, যে লোগো টা ব্যবহার করা হচ্ছে সেখানে 51st Convocation এর জায়গায় লিখেছে 51th Conviction.

সুধিমহলে এমন ভুল নিয়ে সমালোচনার শেষ নেই, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছেন, কি ভাবছেন যুক্তি দেখাবেন সরি, 51st হবে যুক্তি দেখিয়ে লাভ নেই, তাহলে???? আচ্ছা এমন একটা ভুল করে কিভাবে এই লোগোটি লক্ষ লক্ষ মানুষকে দেখবে.... আমাদের গর্বের ঐতিহ্যের ঢাবি এমন ভুল করতে পারে না। আর আমরা তা মেনে নিতে পারি না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ক্যাম্পাসলাইভকে জানান, আচ্ছা "গ্রহণ" শব্দটার বানান কি বাংলা একাডেমী 'গ্রহন' করেছে? কোন ভাবেই করেনি। কিন্তু একই পেজে কিভাবে ঠিক বানান লেখে সেটা আমার মাথায় আসে না।

আরো ভুল থাকতে পারে, কিন্তু এগুলো খুব দৃষ্টিকটু। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আবেগ একটা ভালোবাসার নাম... তাই এগুলো দেখলে লজ্জা লাগে বৈকি! এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ঢাবির এক শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা গেছে একাধিক ১ম শ্রেণির কর্মকর্তা এই কাজের দায়িত্বে আছেন।

 


ঢাকা, ৩০ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ