Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দারুল ইহসানের সনদধারী শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৮, ২২:০১

লাইভ প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান বন্ধ ঘোষণা করেছে সরকার। দারুল ইহসানের সার্টিফিকেটধারী বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তি করেত নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার দারুল ইহসানের সার্টিফিকেটধারী প্রায় তিন হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে নির্দেশ দেয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশে বলা হয়েছে, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ ছাড়াও ওই সনদের ভিত্তিতে এরই মধ্যে বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্ত-সংক্রান্ত সব কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) গ্রহণ করবে।

মাউশির মহাপরিচালক প্রফেসর মাহাবুবুর রহমান জানান, আদালতের নির্দেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ঘোষণার পর সনদধারীরা উচ্চ আদালতে যান। আদালত বিভিন্ন সময় আবেদনকারীদের সনদের বৈধতা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তি হতে পারবেন।

 


ঢাকা, ২৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ