Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

প্রকাশিত: ৯ আগষ্ট ২০১৮, ০০:০৭

জাবি লাইভ: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। বুধবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পশ্চিম পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রফেসর আনু মুহাম্মদ মানববন্ধনে বলেন, নিরাপদ সড়কের দাবিতে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা নিজেরায় রাস্তায় নেমেছে। দাবি আদায়ের জন্য দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়েছিল তারা। এই দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি সরকার দিলেও শিক্ষার্থীরা রাস্তা থেকে ওঠেনি, আরও কয়েকদিন রাস্তায় ছিল।

শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর রাশেদা আক্তার বলেন, বাংলাদেশে সব বিষয়ে আইন আছে, কিন্তু তা কার্যকর অনেক সময় হয়না। আইন পাশ করার পাশাপাশি তার বাস্তবায়ন যাতে হয় সেদিকে খেয়াল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সমিতির সম্পাদক প্রফেসর বশির আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর মো. শামছুল আলম সেলিম, ইতিহাস বিভাগের প্রফেসর এটিএম আতিকুর রহমান, দর্শন বিভাগের প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান, পরিসংখ্যান বিভাগের প্রফেসর মোহাম্মদ আলমগীর কবীর, লোক প্রশাসন বিভাগের সভাপতি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেবউননেছা বক্তব্য রাখেন।

এছাড়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, বাংলা বিভাগের প্রফেসর শামীমা সুলতানা, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর মির্জা তাসলিমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামানসহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ০৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ