Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র অভিভাবকদের জিম্মায় মুক্ত

প্রকাশিত: ৭ আগষ্ট ২০১৮, ২২:৫০

লাইভ প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও থেকে আটক আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন ছাত্রকে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

নিরাপদ সড়কের দাবি, নৌমন্ত্রীর পদত্যাগ ও আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলন চলাকালে সোমবার তাদের আটক করা হয়। রাতে তাদের রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এনে রাখা হয়।

সকালে তাদের মুক্ত করে দেয়া হয়। তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। তবে তাদের নাম ঠিকানা লিখে রাখা হয়েছে। ভবিষ্যতে কোন আন্দোলন করবে না এই শর্তে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আটক ছাত্রদের সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

 


ঢাকা, ০৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ