Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রজধানীতে ৪২১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা

প্রকাশিত: ৭ আগষ্ট ২০১৮, ০৭:২১

লাইভ প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করেছে। ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে। সোমবার ডিএসসিসির নগরভবনে ‘নিরাপদ সড়ক ও আমাদের করণীয়’ শীর্ষক এক মুক্ত আলোচনায় ওই ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ডিএসসিসি ওই মুক্ত আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে ডিএসসিসি এলাকার ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বক্তব্য দেন।

উন্মুক্ত আলোচনায় আজিমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ঐশান্তি দাস বলে, ‘আমাদের নয় দফা আন্দোলনের প্রধান স্লোগান ছিল “নিরাপদ সড়ক চাই”। আমরা প্রতীকী কর্মসূচি করে সে দাবি সরকারের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। এখন আমরা রাজপথ ছেড়ে ক্লাসে ফিরতে চাই। তবে সরকারকে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, যাতে নতুন কোনো দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ প্রাণ না হারায়।’

কামরুন নাহার নামের এক অভিভাবক বলেন, ‘আমাদের সন্তানেরা ৯ দফা দাবিতে আন্দোলন করেছে। সরকার তাদের আন্দোলন মেনে নিয়েছে, আন্দোলনে সফল হয়েছে। আমরা ইতিহাস সৃষ্টি করেছি। এখন তাদের ক্লাসে ফেরার জন্য বোঝাতে সক্ষম হয়েছি।’


ঢাকা, ০৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ