Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে লোক প্রশাসন বিভাগের এক যুগ পূর্তি

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৮, ২৩:৫১

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে। এক যুগ পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘গভর্নেন্স এ্যান্ড পাবলিক সারভিস ডেলিভারি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা এগারোটায় সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম বিভাগীয় প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের শুভেচ্ছা জানান।

এসময় ভিসি তার বক্তব্যে বলেন, বিগত এক যুগে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ সরকারি ও বেসরকারি পর্যায়ে সরকারের নীতি নির্ধারণ ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। লোক প্রশাসন বিভাগ শিক্ষার্থীদের সুশাসন প্রতিষ্ঠায় নানা কৌশল পদ্ধতি শেখায়। ভিসি সুশাসন প্রতিষ্ঠার জন্য শুদ্ধাচারের কৌশল প্রচলনের আহবান জানান।

তিনি আরো বলেন, সব প্রতিষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদনা ও মূল্যায়ন রীতি চালু করা উচিত। এতে লক্ষ্য অর্জনে নতুন নতুন পদ্ধতি গ্রহণ করা যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এর প্রো-ভিসি প্রফেসর ড. আবুল কাশেম মজুমদার, এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শেখ মো. মনজুরুল হক। আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর রহিমা কানিজ, সেমিনারের আহবায়ক ড. নুরুল আমিন প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি ড. জেবউননেছা।

 

ঢাকা, ১৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ