Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে বান্ধবীর হাত ধরায় মারধর, ছাত্রলীগের বহিষ্কার ৩

প্রকাশিত: ১৬ জুলাই ২০১৮, ০৩:৫৩

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বান্ধবীর হাত ধরায় দুই শিক্ষার্থীকে পিটিয়ে অাহতের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩ জনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

ওই ৩ ছাত্র হলেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সিফাতউল্লাহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ আল ইমরান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাহমুদুর রহমান। তারা তিনজনই প্রথম বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী।

প্রক্টর একেএম গোলাম রব্বানী জানান, সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমের খবর পরীক্ষা এবং ভুক্তভুগী শিক্ষর্থীদের তথ্যের ভিত্তিতে ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

জানা গেছে, শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এক ছাত্র ও ছাত্রীকে পিটিয়ে আহত করেন ছাত্রলীগের কর্মীরা। তাদের অপরাধ তারা হাত ধরে দাঁড়িয়েছিলেন! হামলাকারীদের শনাক্ত করতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী সূর্য সেন হলে গেলে সেখানেও তাদের দ্বিতীয় দফায় পেটানো হয়। মারধরে ছাত্রীর পায়ের নখ উঠে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই শিক্ষার্থী বিকেলে মল চত্বরে হাত ধরে দাঁড়িয়ে রিকশা খুঁজছিলেন। এমন সময় সূর্য সেন হলের ১০ থেকে ১২ জন ছাত্রলীগ কর্মী তাদের ঘিরে ধরে পরিচয় জানতে চান। তারা নিজেদের পরিচয়পত্র দেখান।

ওই ছাত্র পরিচয় জানতে চাওয়ার কারণ জানতে চাইলে ছাত্রলীগ কর্মীরা তাকে মারধর শুরু করেন। ছাত্রীটি তাকে রক্ষা করতে গেলে তিনিও আহত হন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়।


ঢাকা, ১৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ