Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি-রাবির প্রশাসনকে লিগ্যাল নোটিশ আইনজীবীদের

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৮, ২১:৩৩

লাইভ প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করায় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের ১৩ আইনজীবী। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রার জেনারেলকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

জানা গেছে, রবিবার দুপুরে ডাক ও রেজিস্ট্রি যোগে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াসহ ১৩ আইনজীবী এ নোটিশ পাঠিয়েছে। কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলার দ্রুত বিচার দাবি করা হয় নোটিশে।

উক্ত নোটিশে অভিযোগ করে বলা হয় যে, হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া থেকে বিরত থেকে নিরব ভূমিকা পালন করছে প্রশাসন। আহতদের সঠিক চিকিৎসার কোন সহায়তা পায়নি বলেও অভিযোগ করা হয়।

৪৮ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ না করলে রিট করা হবে উল্লেখ করা হয় ওই নোটিশে।

 


ঢাকা, ১৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ