Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বুটেক্সে দ্বিতীয় ধাপের ভর্তির তারিখ ৮ ডিসেম্বর

প্রকাশিত: ২ ডিসেম্বার ২০১৬, ২২:৪৭

 

বুটেক্স লাইভ: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স ) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২য় দিনের ভর্তির সময়সূচী প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.butex.edu.bd) তে এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে।

আগামী ৮ ডিসেম্বর ২য় দিনের ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন ভর্তির জন্য মেধাক্রম ৫৭৫ থেকে ৯০৩(নির্বাচিত) দের সকাল ০৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ও মেধাক্রম ৯০৪ থেকে ১২২৭(আসন শুন্য থাকা সাপেক্ষে) দের দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ডাকা হয়েছে।

একই দিনে মুক্তিযোদ্ধা কোটা ২১ থেকে ২৫ নির্বাচিতদের সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ও মুক্তিযুদ্ধা কোটা ২৬ থেকে ৩৫(আসন শূন্য থাকা সাপেক্ষে) দের দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

গত ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ভাইভায় ডাক পাওয়া ৫৭৪ জনের মধ্যে ভর্তি হয়েছে ২৬৪ জন। এর মধ্যে সাধারণ কোটায় ভর্তি হয়েছে ২৬০ জন ও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়েছে ৪ জন। সিট ফাকা আছে ২৯৬ টি।গত ১ ডিসেম্বর ভাইভায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ ৮০ জন(সিট শেষ), ফ্রেবিক ইঞ্জিনিয়ারিং এ ৮০ জন(সিট শেষ),এপ্যারেল ইঞ্জিনিয়ারিং এ ৮০ জন(সিট শেষ), ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ১৩ জন(সিট ২৭ টি বাকি), ডাইস এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এ ৪ জন(সিট ৩৬ টি বাকি), ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং এ ২ জন(সিট ৭৮ টি বাকি), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এ ১ জন(সিট ফাকা ৭৯ টি), টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন এ কেউ ভর্তি হয়নি(সিট ফাকা ৪০ টি), টেক্সটাইল মেশিন ইঞ্জিনিয়ারিং এ কেউ ভর্তি হয়নি(সিট ফাকা ৪০ টি)।

মুক্তিযুদ্ধা কোটায় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ ১ জন(কোটা ফিল আপ), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এ ১ জন(কোটা ফিল আপ), এপ্যারেল ইঞ্জিনিয়ারিং এ ১ জন(কোটা ফিল আপ), ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ১ জন(কোটা ফিল আপ) ভর্তি হয়েছ।



ঢাকা, ০২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই
 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ