Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবিতে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা

প্রকাশিত: ৯ জুলাই ২০১৮, ০৩:১৯

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের কর্মীরা সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় পাঁচ সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী ছাত্রলীগের হামলার প্রতিবাদে প্রতিগতিশীল ছাত্রজোট ব্যানারে রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিন করে ভাস্কর্য চত্বরের সামনে সমাবেশ শুরু করলে ছাত্রলীগের কর্মীরা সমাবেশে অতর্কিত হামলা চালায়।

হামলায় জবি ছাত্রলীগের কর্মী অ্যাকাউন্টিং নবম ব্যাচের শিক্ষার্থী রিয়াজের নেতৃত্বে গণিত বিভাগের ১১ তম ব্যাচের পরাগ, ইতিহাস বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী নূরে আলমসহ ১৫-২০ জনের একটি গ্রুপ অংশ নেয়।

এসময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের ওপরও তাঁরা হামলা চালায়। হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়। গুরুতর আহত দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লতিফুল ইসলাম, আমার সংবাদের আসলাম অর্ক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি কিশোর কুমার সরকার, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি, সাংগাঠনিক সম্পাদক সমিত ভৌমিক, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন ও সদস্য জাহিনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এছাড়াও আহত জবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি বনিক বার্তার জবি প্রতিনিধি সামি সরকার, ইত্তেফাকের জবি সংবাদদাতা আহসান জোবায়ের ও ডেইলি সান পত্রিকার সাংবাদিক কবির হোসেনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, সাংবাদিক হিসাবে চেনার পরও ছাত্রলীগ কর্মীরা আমাদেও উপর অতর্কিত হামলা করে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আবেদন করেছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রোনিয়া সুলতানা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসুচি শেষের দিকে ছাত্রলীগ কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ঐক্যজোটের ১০জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।

জবি ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ভিসির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টও ড. নূর মোহাম্মদ ক্যাম্পাসলাইভকে বলেন, সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত দু:খ্যজনক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 


ঢাকা, ০৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ