Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় মামলা

প্রকাশিত: ৮ জুলাই ২০১৮, ০০:৫৬

লাইভ প্রতিবেদক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সংঘঠিত সংঘর্ষ ও ব্যবসা-প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ ও এলাকাবাসীর পক্ষে দায়ের করা দুটি মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৬শ শিক্ষার্থী ও এলাকাবাসীর নামে মামলা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সূত্রে জানা জানা গেছে এই মামলার খকবর।

বুধবার রাতে ও বৃহস্পতিবার দিনভর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও গোবরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন ও বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ দুই দিনের ঘটনায় অন্তত ৭০ জন শিক্ষার্থী, পুলিশ ও গ্রামবাসী আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে এক সমঝোতা বৈঠকের মাধ্যমে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন আমরা যে কোন সংঘর্ষ নিয়ন্ত্রনে প্রস্তুত।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয় এলাকায় ফুটবল খেলার সময় বহিরাগত এক যুবক পাশ দিয়ে হেটে যাওয়া এক ছাত্রীর উদ্দেশ্যে অশালীন কথা ছুড়ে দিলে এক বিশ্ববিদ্যালয় ছাত্র প্রতিবাদ করে। এ নিয়ে শিক্ষার্থী ও গোবরা গ্রামবাসীর মধ্যে দু'দিন ধরে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওসি জানান, পুলিশের কাজে বাঁধা ও পুলিশকে আহত করার অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক সুশান্ত কুমার খান ৭শ’ থেকে ৮শ’ উশৃংখল গ্রামবাসী ও শিক্ষার্থীদের নামে মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, শিক্ষর্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের মার্কেটে ব্যাপক ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে মার্কেট মালিক সাজেদা বেগমসহ ৪৭ জনের নাম উল্লেখ করে ৭/৮শ’ শিক্ষার্থীকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

 

ঢাকা, ০৭ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ