Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘পুলিশ আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, মিথ্যা বলেছে’

প্রকাশিত: ৪ জুলাই ২০১৮, ০৪:২৯

লাইভ প্রতিবেদক : পুুলিশ আমার সঙ্গে চরম দুর্ব্যবহার করেছে। মিথ্যাও বলেছে। আমাদের শান্তিপূর্ণ অবস্থানেও তারা বেশ কয়েকজনকে আটকের চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ফাহমিদুল হক সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন। এসময় তিনি পুলিশের মারমুখী আচরণে ক্ষোভ প্রকাশ করেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’ এর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। এসময় তারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদে ওপর ছাত্রলীগের হামলা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদ জাান। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেহনুমা আহমেদ ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাকে আটক করে পুলিশ।

ছাত্র-শিক্ষক, অবিভাবক, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক নেতাদের ব্যানার কেড়ে নেয়। এসময় ঢাবির প্রফেসর ফাহমিদুল হককেও আটকের চেষ্টা করা হয়। শাকিল আহমেদ তাকে ছাড়াতে জাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রেহনুমা আহমেদ স্বেচ্ছায় পুলিশ ভ্যানে উঠে পড়েন। এসময় তিনি আরো বলেন, আমার ছাত্রকে ধরে নিয়ে গেলে আমিও যাবো। আমার ছাত্রকে আমি একা ছেড়ে দিতে পারি না! তবে শেষ পর্যন্ত আটকদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

ঢাকা, ০৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ