Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে আন্দোলনকারীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ২ জুলাই ২০১৮, ২৩:২৩

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী এক কর্মীকে ছাত্রলীগের মারধর করার অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই আন্দোলনকারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।

মারধরের শিকার রাজিব আহমেদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৩তম ব্যাচ ও মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ঘোষিত কর্মসূচী পালনের উদ্দেশ্যে বেলা ১১টায় শাকিলুজ্জামান জাতীয় পতাকা হাতে গ্রন্থাগারের সামনে উপস্থিত হন।

এসময় ছাত্রলীগের সহসভাপতি মামনুর রশিদ ও নাহিদ হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে যান। তারা শাকিলুজ্জামানকে টেনে-হিঁচড়ে গ্রন্থাগার থেকে বের করেন।

এসময় রাসেল আহমেদ ছাত্রলীগকে বাধা দিলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে চড় থাপ্পক ও লাথি মেরে ফেলে দেয়।

এসময় শাকিলুজ্জামানের হাতে থাকা জাতীয় পতাকা কেড়ে নেয় ছাত্রলীগ নেতারা। পরে ছাত্রলীগের দুইজন কর্মী শাকিলুজ্জামানকে টেনে মওলানা ভাসানী হলে নিয়ে যায় এবং সেখানে তাকে আটকে রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মোহাম্মদ জুলকারনাইন ক্যাম্পাসলাইভকে জানান, শাকিলকে তুলে নেওয়া হয়নি। তার সাথে আমার কথা হয়েছে। যদি এরকম কোন অভিযোগ পাই তাহলে যথাযথ ব্যবস্থা নিবো।

শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা ক্যাম্পাসলাইভকে জানান, মিছিলে ছাত্রদল ও শিবির থাকবে বলে আমরা আগেই খবর পেয়েছিলাম। তাই মিছিল করতে দেওয়া হয়নি।

ছাত্রলীগের হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করা হবে বলে জানান তারা আন্দোলনকারীরা।

 

 

ঢাকা, ০২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ