Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বশেমুরবিপ্রবি’তে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বার ২০১৬, ০৬:৫৯

বশেমুরবিপ্রবি লাইভ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে বুধবার ‘ইতিহাস কথা বলে সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম, বীর উত্তম এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম, বীর উত্তম তার বক্তৃতায় মুক্তিযুদ্ধের বিভিন্ন খন্ডচিত্র তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধে তার সরাসরি অংশগ্রহণের বর্ণনা দেন।

অনুষ্ঠানের সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এ ধরনের অনুষ্ঠান অত্র বিশ্ববিদ্যালয়ে আয়োজনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে ধন্যবাদ জানান।

এর আগে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিভিন্ন আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ