Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাজা-রানি নির্বাচিত করবে জাবি

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৬, ২১:৫১


জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার রাজা-রানি নির্বাচন করা হবে। আর এটি করবে বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার জাকসু ভবনে এক সংবাদ সম্মেলনের ৩৯তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান (র‌্যাগ) উদযাপন কমিশন এ তফসীল ঘোষণা করে।

লিখিত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার মো. শাওন জোয়ার্দ্দার জানান, ৩৯ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান র‌্যাগের রাজা-রানি নির্বাচনের জন্য আজ মঙ্গলবার তফসিল ঘোষণা করা হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর জাকসু ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজা ও রানি দুটি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদের জন্যে মনোনায়ন পত্র বিতারণ করা হবে আগামী ১লা ডিসেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। এবারের মনোনয়ন পত্রের মূল্য ধার্য করা হয়েছে বিশ হাজার টাকা।

ভোটার তালিকা প্রণয়ন করা হবে ৩০ ডিসেম্বর। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ ডিসেম্বর বিকাল ৫টা এবং একই দিনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর দুপুর ২টা এবং একই দিনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ হবে ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে

সংবাদ সম্মেলনে র‌্যাগ উদযাপন কমিটির আহবায়ক নাজনীন মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ ওয়ালিউল্লাহ, উপ-আহবায়ক সাদিকুল ইসলাম নাহিদসহ বিভিন্ন হলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ঢাকা, ৩০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ