Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবিতে আইটিএ’র যাত্রা শুরু

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৬, ০৫:০৮

 



জবি লাইভ: ‘দেশকে জানতে ভ্রমণ করুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ইন্টেলিজেন্ট ট্যুরিস্ট এইড (আইটিএ)’-এর ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ।
 
উল্লেখ্য যে, দেশের পর্যটন শিল্পকে প্রসারের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতীপয় শিক্ষার্থীর উদ্যোগে ইন্টেলিজেন্ট ট্যুরিস্ট এইড (আইটিএ) প্রতিষ্ঠিত হয়। কম খরচে ভ্রমণ সুবিধা দেয়ার জন্যই আইটিএ কক্সবাজার, সেন্টমার্টিন, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, সুন্দরবন, কুয়াকাটাসহ দেশের সর্বত্র স্টাডি ট্যুর, গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কর্পোরেট পরিচালনা করে আসছে। এর পাশাপাশি এটি সহজে হোটেল বুকিং, বাস ভাড়া, বিমান ও শিপের টিকেটিংসহ সব ধরনের ভ্রমণ সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভুটানে আইটিএ ভ্রমণ পরিচালনা করে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনে ও কলাভবনেও আইটিএ তার ক্যাম্পেইন পরিচালনা করেছে। এই প্রসঙ্গে আইটিএ’র দায়িত্বশীল কর্মকর্তারা জানান, তাদের লক্ষ্য দেশের পর্যটন খাতের উন্নয়ন। এই উদ্দেশ্য নিয়ে তারা শিক্ষার্থীদেরকে দেশের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে অবগত করানোর জন্য এই ক্যাম্পেইনের আয়োজন করেছেন। পর্যায়ক্রমে অন্যান্য ক্যাম্পাসেও তাদের ক্যাম্পেইনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।


ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ