Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি-তে বিদেশি পিস্তল নিয়ে খেলা করছে ছাত্রলীগ

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৬, ০৩:২৬

 


জাবি লাইভ: ছোটবেলায় খেলনা পিস্তল নিয়ে শিশুদের খেলা করতে দেখা যায়। তখন তারা পিস্তলের মর্ম না বুঝলেও পিস্তল দিয়ে খেলাচ্ছলে তারা অসুরকে হত্যা করে। এমনি একটি ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। তবে এখানে খেলার জন্য কোন খেলনা পিস্তল ছিলনা। বিদেশি পিস্তল নিয়ে খেলা করতে দেখা গেছে বিশ্ববিদ্যাল শাখা ছাত্রলীগের দুই কর্মীকে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র থেকে পাওয়া ছবিতে সেই চাঞ্চল্যকর ঘটনাটি দেখা যায়। যেখানে বিদেশি পিস্তল নাইন এম এম নিয়ে আড্ডায় মেতে উঠেছে দুই ছাত্র। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ছবিটিতে দেখা যাচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী মো. ফিরোজ মাহমুদ আড্ডাচ্ছলে আরেক ছাত্রলীগ কর্মী শুভজিৎ অন্তু কুণ্ডু’র কপালে একটি বিদেশি নাইন এম এম পিস্তল ঠেকিয়ে ধরেছেন। অন্য আরেকটি ছবিতে অন্তু পিস্তল নিয়ে বসে আছেন।

অভিযুক্ত দু’জনই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্তরা হল ছাত্রলীগ কর্মী আফফান হোসেন আপনের অনুসারী।

যারা শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সঙ্গে রাজনীতি করেন। শাখা ছাত্রলীগের কমিটিকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ছাত্রলীগের উচ্ছৃংখল কর্মীরা নিজেদের আধিপত্য বিস্তার ও অন্য গ্রুপ মোকাবিলায় অস্ত্র মজুদ করছেন বলে জানা গেছে।

আবাসিক হলগুলোতে অবৈধ অস্ত্রের মজুদ গড়ে উঠা নিয়ে শংকায় আছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে নাইন এম এম পিস্তলটি ছাত্রলীগ থেকে বহিষ্কৃত কর্মী আসিফের বলে জানিয়েছে একটি সূত্র। আসিফ রসায়ন বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র। তবে পিস্তলের মালিকানা অস্বীকার করেছে আসিফ। তিনি বলেন, ‘ওদের কাছে পিস্তল থেকে থাকলে সেটা কোত্থেকে আসলো তা আমি জানিনা। আর ফিরোজ তো রাজনীতি থেকেই দূরে আছে অনেক দিন।’

 



ছাত্রলীগ কর্মীরা এই পিস্তল দিয়েই প্রায়ই রাতের বেলা হলের ছাদে ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে অভিযুুক্ত ফিরোজ মাহমুদ বলেন, এটা ছিল একটা রং মারার পিস্তল। হলের উৎসবের সময় আমরা এগুলা নিয়ে এসেছিলাম। এখন প্রতিপক্ষ গ্রুপ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ ছবি প্রচার করছে। আর অসুস্থতার কারণে আমি রাজনীতি করি না অনেক দিন থেকেই। সাধারণ ছাত্র হিসেবে আমি হলে থাকি।

এদিকে পিস্তল হাতে থাকার কথা অস্বীকার করে আরেক অভিযুক্ত শুভজিৎ অন্তু কুণ্ডু বলেন, আমি পিস্তল পাবো কোথায়? এ বিষয়ে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘যদি অস্ত্রবাজির কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জাবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হবে।

অভিযুক্তরার ছাত্রলীগের কেউ না বলে অস্বীকার করে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ক্যাম্পাস লাইভকে বলেন, অভিযোগ সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানি না, জেনে জানাতে পারব।

প্রক্টর তপন কুমার সাহা বলেন, আমরা কিছুই তথ্য পায়নি। অভিযোগ পেল সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ের দেখতে হবে। আমারা সোর্স দিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো।

হল প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, ‘হাতে-নাতে ধরতে পারলে বিষয়টি ভালো হতো। তারপরও তোমাদের কাছে কোনো তথ্য-প্রমাণ থাকলে আমাদের দিয়ে সহযোগিতা করতে পারো।’


জাবি, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ