Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন: দলীয় প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৬, ২১:১৮

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৭। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দল, বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের প্যানেল সাদা দল ও বাম সমর্থিত শিক্ষকদের প্যানেল গোলাপী দল নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে।

সোমবার বিকেলে নীল দলের আহ্বায়ক প্রফেসর ড. নাজমা শাহীন, সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. সিরাজুল ইসলাম এবং গোলাপী দল থেকে সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নেহাল করিম নিজ নিজ প্যানেলের প্রার্থী চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বছর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের প্রফেসর ড. তোফায়েল আহমদ চৌধুরী।

নীল দল থেকে সভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও মাস্টার’দা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামালকে। আর সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন আইন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও কবি জসিম উদ্দিন হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. রহমত উল্যাহকে।

সাদা দল থেকে সভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রফেসর ড. সিরাজুল ইসলাম। আর সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন স্যার পি জে হার্টস ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ ও বর্তমান কমিটির সদস্য প্রফেসর ড. লুৎফর রহমান।

এছাড়া, বাম সমর্থিত গোলাপী দল থেকে সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এম এম আকাশ। আর সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন আইন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. শেখ হাফিজুর রহমান কার্জন।

সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. সিরাজুল ইসলাম বলেন, আমাদের প্যানেল থেকে সভাপতি হিসেবে আমাকে ও প্রফেসর লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

নীল দলের আহ্বায়ক প্রফেসর ড. নাজমা শাহীন বলেন, প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সভাপতি হিসেবে প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রফেসর ড. রহমত উল্যাহকে মনোনয়ন দেয়া হয়েছে। ৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছর ১৩ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১৫ পদের ১৪টিতেই জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার সমর্থিত নীল দল। অপরদিকে একটি মাত্র সদস্য পদ পেয়েছে সাদা দল।

ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ