Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে গণবি'তে মোমবাতি প্রজ্বলন

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৬, ০৪:৫৯

 


গণবি লাইভ: মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চলমান হামলা ও নির্যাতনের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ব্বরে মায়ানমারের গণহত্যায় নিহত রোহিঙ্গাদের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে এই শান্তিপূর্ণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রজ্বলন শেষে তারা প্রতিবাদী গান পরিবেশন করেন।

এসময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বৃন্তের সভাপতি বিধান মুখার্জী, কালেরকণ্ঠ শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি রানা মিত্র, বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা সাংবাদিক সমিতির উপদেষ্টা আসিফ আল আজাদসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।     

মোমবাতি প্রজ্বলন চলাকালীন বক্তারা মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম অধিবাসী রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীসহ স্থানীয় বৌদ্ধদের সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ করেন। বিক্ষোভকারীরা দ্রুত এ অমানবিক নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি জানান।

পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বাবু চলমান এই হত্যাযজ্ঞে বিশ্বনেতাদের স্থবিরতা এবং শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির সমালোচনা করে বলেন ‘সূ চি শান্তি নোবেল তোমার নয়। নিজের দেশেই শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ একজনকে বিশ্ববাসী শান্তি নোবেলধারী হিসাবে দেখতে চায় না’।  

এসময় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বৃন্ত, কালের কণ্ঠ শুভসংঘ, সমকাল সুহৃদ সমাবেশসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  


ঢাকা, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ