Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্টামফোর্ড বিবিএ'র কেইস কম্পিটিশন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৬, ০৪:১৩

স্টামফোর্ড লাইভ: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশরী ক্যাম্পাসে সোমবার দুপুর দুইটায় বিজনেস এডমিনিষ্টেশন ডিপার্টমেন্টের আয়োজনে ৫৪তম ব্যাচের এইচআর মেজরের "কেইস কম্পিটিশন -২০১৬" অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আহমেদ শাহরিয়ার আকাশ ও অংকিতার প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএ ডিপার্টমেন্টের সিদ্ধেশরী ক্যাম্পাসের কো-অর্ডিনেটর ও এসোসিয়েট প্রফেসর নাঈম জালাল উদ্দিন আহমেদ।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিভাগের এসিসটেন্ট প্রফেসর চৌধুরী সেগুফতা আফরিন, বিশ্ববিদ্যালয়ের এসিসটেন্ট প্রক্টর আহসান কবির রুবেল, সিনিয়র লেকচারার খাদিজা রহমান,নাজনীন আলম, মো.মনিরুজ্জামান,নাসিমা নেওয়াজ ও নুসরাত ফাতেমা।

আয়োজনের কো-অর্ডিনেট করেন বিভাগের অন্যতম সিনিয়র শিক্ষক, বিভাগের এসিসটেন্ট প্রফেসর ও "কেইস কম্পিটিশন ২০১৬" এর "চিফ জাজ" ফারিয়া কবির।

http://www.bangla.campuslive24.com/uploads/shares/STAM-2016-11-28-22-12-24.jpg

"সিন্ড্রেলা স্লিপারস "এই বিষয়টি মূল বিষয়বস্তু ছিল কেইস কম্পিটিশনের। এখানে বাংলাদেশের গার্মেন্টস ইন্ড্রাস্টির সমস্যা, সমাধান এবং সরাসরি শ্রমিকদের সাথে সংযোগ ঘটানোর কাজটি করেছেন বিবিএ ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

প্রধান অতিথি নাঈম জালাল উদ্দিন আহমেদ বলেন, "সৃষ্টিশীল ব্যাচ হিসেবে সিদ্ধেশরীতে ব্যাপক সুনাম অর্জন করেছে ৫৪তম ব্যাচ। আমি আজকের আয়োজনে উপস্থিত হতে পেরে আনন্দিত। "তিনি আরো যুক্ত কর বলেন, আমি এখনো বিজনেসের একজন শিক্ষার্থী, আমার শিক্ষার্থীদের ভবিষৎটাও উজ্জল হবে কামনা করছি।

বিভাগের শিক্ষক ও অতিথি চৌধুরী সেগুফতা আফরিন বলেন, "আমি তোমাদের মধ্যে এদেশের ভবিষৎটা দেখতে পারছি, পোগ্রামের নামকরণ থেকে সবকিছুই চমৎকার হয়েছে।" বিশ্ববিদ্যালয়ের এসিসটেন্ট প্রক্টর আহসান কবির রুবেল বলেন, "শুভকামনা ও শুভেচ্ছা সব সময়ই তোমাদের সাথে থাকবে।"

এইচআর বিভাগের অন্যতম জনপ্রিয় শিক্ষিকা নুসরাত ফাতেমা বলেন, "এরকম আয়োজনের কৃতিত্ব তো বিবিএ ৫৪তম ব্যাচের, তবে মূল কৃতিত্বটা অবশ্যই আমাদের ফারিয়া কবির ম্যামের।" এছাড়া বিভাগের শিক্ষিকা নাজনীন আলম, খাদিজা রহমান, মো.মনিরুজ্জামান শুভেচ্ছা বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাচের শিক্ষার্থী বেনজির আবরার।

"Cinderella Slippers and Industrial Relation Case Contest Awards Ceremony" তে চ্যাম্পিয়ন নির্বাচিত হয় টিম ইনোভেশন। চ্যাম্পিয়ন টিমের সদস্যরা ছিলেন আসিফ নেওয়াজ, বেনজির আবরার, সানজিদা সারোয়ার, শিরিন সুমা এবং কাজি রিয়াজ আহমেদ।

রানার্সআপ নির্বাচিত হয় টিম কাইটস (ঘুড়ি), যাদের সদস্য ছিলেন আহমেদ শাহরিয়ার আকাশ, ফারিহা রওশন, মুসলিমা আক্তার, শাম্মী আক্তার সুমী, রিদয় ইসলাম। এছাড়া বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কার পেয়ে আয়োজনের কো-অর্ডিনেটর ও বিভাগের এসিসটেন্ট প্রফেসর ফারিয়া কবির বলেন, "আজ আমার আনন্দের দিন। আমার শিক্ষার্থীরা মুগ্ধ করেছে সবাইকে, আগামীতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।"

ঢাকা, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ