Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে যত্রতত্র ময়লা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ

প্রকাশিত: ২৭ মে ২০১৮, ০৩:৫৭

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজের সমারোহে আচ্ছাদিত রয়েছে। চারদিকে যেন অপরূপে সাজে সজ্জিত। কিন্তু সাম্প্রতিক সময়ে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে নষ্ট করা হচ্ছে ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ।

যথা স্থানে ময়লা আবর্জনা ফেলার প্রতি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের অসচেতনতার ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্ঠির ব্যাহত হচ্ছে। শিক্ষিত সমাজের অবহেলায় পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে থাকা ময়লায় দূষিত হচ্ছে পরিবেশ। পাশাপাশি নষ্ট হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ।

ক্যাম্পাসে খোঁজ নিয়ে দেখা গেছে, ক্যাম্পাসে বিশেষ করে ছুটির দিনগুলোতে অধিকাংশ দর্শনার্থী ঘুরতে এসে একরকম বিনোদন পার্ক হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভোজনের আয়োজন করে। খাবার শেষে উচ্ছিষ্ট অংশ ক্যাম্পাসের যত্রতত্র ফেলে চলে যায় তারা। ফলে আবর্জনায় প্রতিনিয়ত ময়লার স্তূপ তৈরি হচ্ছে ক্যাম্পাস।

ক্যাম্পাস পরিষ্কারের দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তারা থাকলেও একরকম অবহেলা ও খামখেয়ালীর ফলে ক্যাম্পাসজুড়ে প্রতিনিয়ত ময়লার পরিমাণ বেড়েই চলছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, অমর একুশে ভাস্কর্য, কেন্দ্রীয় খেলার মাঠ ও বিভিন্ন রাস্তার দু’পাশে ছড়িয়ে আছে কাগজ, খাবারের উচ্ছিষ্ট অংশ, পলিথিন, চিপসের মোড়ক, কোমল পানির বোতলসহ নানা আবর্জনা।

এ বিষয়ে ক্ষোভ জানিয়ে একাধিক শিক্ষার্থী বলেছেন, আমাদের সবুজে ঘেরা ক্যাম্পাস দিন দিন আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। এটা কখনই মানা সম্ভব নয়। শিক্ষার্থীরা এটা মানতে পারছে না। ক্যাম্পাস এখন পিকনিক স্পটে পরিণত হয়েছে। এ কারণেই ক্যাম্পাস বেশি নোংরা হচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন বলেন, দর্শনার্থীদের ফেলা ময়লা-আবর্জনায় ক্যাম্পাস দ্রুত ময়লা হচ্ছে। আমাদের অল্প লোক নিয়ে পুরো ক্যাম্পাস পরিষ্কার করা কষ্টসাধ্য।

 


ঢাকা, ২৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ