Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিটেকে আন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৬, ০৩:১০

বিটেক লাইভ: টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) "বিটেক বন্ধু" আন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচের উদ্বোধন করেন বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আতাউল ইসলাম। ছাত্র সংগঠন স্টুডেন্টস ইউনিটি অব বিটেক (সাবটেক) এই টুর্নামেন্টটির আয়োজন করেন।

http://www.bangla.campuslive24.com/uploads/shares/BITEC5-2016-11-28-21-05-06.jpg

টুর্নামেন্টটিতে চারটি বর্ষের মোট ৪ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে - রেমী রাইডারস, স্পিড বিটারস, কিংস ইলেভেন বিটেক ও সিনজিং বার্নারস। টুর্নামেন্টের ফাইনালে স্পিড বিটারস ও সিনজিং বার্নারস মুখোমুখি হয়। এতে নির্ধারিত ১৬ ওভারের খেলায় ৪র্থ বর্ষের স্পিড বিটারসের ছুঁড়ে দেওয়া ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ৩য় বর্ষের দল সিনজিং বার্নারস।

http://www.bangla.campuslive24.com/uploads/shares/BITEC5-2016-11-28-21-05-06.jpg

পুরস্কার বিতরণী অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিটেকের অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুল মজিদ। এ সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কবীর হোসেন পাটোয়ারী, লেকচারার নাজির হোসাইন, ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের লেকচারার মোঃ মনোয়ার হোসেন, লেকচারার মাসুম বিল্লাহ, কোর্স কো-অর্ডিনেটর হরশংকর রায়, লেকচারার মাহমুদুল হক, লেকচারার সেলিম রেজাসহ সকল ডিপার্টমেন্টের শিক্ষক, সাবটেক সভাপতি রাশেদুল হাসান রাতুল, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

http://www.bangla.campuslive24.com/uploads/shares/BITEC5-2016-11-28-21-05-06.jpg

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেন বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আতাউল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা।

ম্যান অফ দ্যা ফাইনাল হন সিনজিং বার্নারসের আরিফুল ইসলাম সবুজ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সিনজিং বার্নারসের জুয়েল হোসেন।

ঢাকা, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ