Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

র‌্যাগিং বন্ধের নোটিশ দিয়েছে স্টামফোর্ড

প্রকাশিত: ২৫ মে ২০১৮, ২১:৫৪

স্টামফোর্ড লাইভ: রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে সকাল প্রকার র‌্যাগিং বন্ধে নোটিশ দিয়েছে বিভাগীয় চেয়ারম্যান। সম্প্রতি সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী আব্দুল মান্নান স্বাক্ষরিত এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়েছে।

অপ্রত্যাশিত র‌্যাগিংয়ের ঘটনায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, ‘এখন থেকে যেকোন ধরনের র‌্যাগিং কঠোর হস্তে দমন করা হবে। র‌্যাগিংয়ের শাস্তি সাময়িক থেকে স্থায়ী হতে পারে।' অভিভাবক এবং শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

র‌্যাগিং বন্ধে এমন সিদ্ধান্তের জন্য বিভাগীয় চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন অনেক শিক্ষাথী ও অভিভাবক। সাংবাদিকতা বিভাগের ৬০ ব্যাচের শিক্ষার্থী সানমুন আহমেদ বলেন, ‘আমাদের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের একে অপরের প্রতি যোগাযোগ রাখা ও ভালো সম্পর্ক রাখা খুবই গুরুত্বপূর্ণ। র‌্যাগিং দিয়ে কখনো ভালো সম্পর্ক তৈরি হয় না । বরং সিনিয়র-জুনিয়রের মাঝে দূরত্ব সৃষ্টি হয়।

৬৬ ব্যাচের মরিয়ম আজিজ মৌরিন বলেন,‘আমরা সিনিয়রদের সম্মান করতে চাই এবং জুনিয়রদের স্নেহ করতে চাই। কারো কাছ থেকে র‌্যাগিংয়ের মতো নির্যাতন আশা করি না। বিভাগীয় চেয়ারম্যান স্যারের এমন সময় উপযোগী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
প্রায় একই রকম কথা জানিয়ে ৬৬ ব্যাচের লিন্তি নূরে হাসিনা বলেন, ‘ডিপার্টমেন্টে আমরা সবাই একটা পরিবার। পারস্পারিক শ্রদ্ধাবোধের সম্পর্ক আশা করি। র‌্যাগিংয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি চাই না।’

এ বিষয়ে বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর কাজী আব্দুল মান্নান বলেন, ‘আমরা বরাবরই র‌্যাগিংয়ের বিরুদ্ধে ছিলাম। এতোদিন এটা মৌখিক ভাবে নিষেধ করা হলেও অবস্থা গুরুতর হওয়াই আমরা র‌্যাগিং বন্ধে নোটিশ দিয়েছি। কেউ র‌্যাগিংয়ের নামে নির্যাতনের ঘটনায় জড়িত থাকলে তাঁকে সাময়িক কিংবা স্থায়ী বহিষ্কার করার মতো সিদ্ধান্ত নেয়া হবে বিভাগের পক্ষ থেকে।’

 


ঢাকা, ২৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ