Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবি-তে উদীচী’র ৫ম সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৬, ০৩:০০

 



জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘পরাজয়ের বৃত্ত ছেড়ে, এসো স্বপ্নের পথে লড়ি’­স্লোগানকে সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদালয় সংসদের ৫ম সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।  

এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সম্মেলন উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা ।

জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে দেশের ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫ম সম্মেলন-১৬ উদ্বোধন করেন নাট্যজন শংকর সাওজাল ও জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জাতীয় পতাকা উত্তোলন এবং বিশিষ্ট নাট্যজন ও উদীচী’র কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাওজাল উদীচীর পতাকা উত্তোলন করেন। পরে অতিথিদের নিয়ে একটি র‌্যালি করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর নেতৃত্বে র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ‘উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ’-কে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা ও বিকাশে অন্যতম সংগঠন বলে মন্তব্য করে বলেন, আর্থনৈতিক উন্নতির সাথে সাথে দেশে সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশের ঘটছে। তিনি আরোও বলেন, তরুণদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে উদীচী পথপ্রদর্শক হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, উদীচী শিল্পীগোষ্ঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ-এর সভাপতি হেদায়েত উল্লাহ খান-এর সভাপতিত্বে এবং সদস্য সঞ্জয় চক্রবর্তী সঞ্চালনায় আরো বক্তব্য প্রদান করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক ইকবালুল হক খান, প্রকাশনা সম্পাদক কবি রহমান মুফিজ, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে উদীচী শিল্পীগোষ্ঠী’র সদস্যদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


জবি, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ