Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিকসহ আহত ২

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৬, ০২:২৮

 



জব‌ি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ছবি তুলতে গেলে এক সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে শাখা ছাত্রলীগের কর্মীরা। আহত সাংবাদিক হলেন এনটিভি অনলাইনের জবি প্রতিবেদক শাহ আলম বেপারী। সংঘর্ষের ঘটনায় এক ছাত্রলীগ কর্মীও আহত হয়েছে। আহত ওই সাংবাদিকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ গ্রুপের তুর্জ ও কামরুল। অপরদিকে সাইফুল্লাহ ইবনে সুমন গ্রুপের ওমরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের সামনে সংঘর্ষ বাঁধে। এসময় ছবি উঠাতে গেলে সাংবাদিক শাহ আলমকে বেধড়ক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তারমাথা ফেটে যায়। এসময় ওমর নামে এক ছাত্রলীগ কর্মীও আহত হন। আহত ওই সাংবাদিককে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকৎসক তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন।

এবিষয়ে আহত সাংবাদিক শাহ আলম বলেন, সংঘর্ষের ঘটনার ছবি তুলতে গেলে সুমন গ্রুপের কর্মীরা আমাকে মারধর করে। তবে সুমন গ্রুপের কর্মীরা এই অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা সাংবাদিককে হামলা করিনি। বরং আমরা ওই সাংবাদিককে হাসপাতালে নিয়ে গিয়েছি। হারুন গ্রুপের ছেলেরাই সাংবাদিকের ওপর হামলা করেছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বলেন, জুনিয়র ছেলেদের মধ্যে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। আমাদেরকে জানানো হলে আমরা তা সমাধান করার জন্য বসতে চেয়েছি। কিন্তু এ সময় তারা অতর্কিত হামলা করে এর ফলে সাংবাদিক আহত হয়।

ছাত্রলীগের একাধিক নেতার অভিযোগ, ছাত্রলীগ কর্মীদের ওপর শরিফ-সিরাজের নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই এরকম অপ্রিতীকর ঘটনা ঘটছে।

এবিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, এ ঘটনায় কোন মামলা হয়নি, তবে অপ্রিতীকর অবস্থা এড়ানোর জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জবির প্রক্টর ড. নূর মোহামাদ বলেন, সাংবাদিককে মারধরের বিষয়টি শুনেছি, তবে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জগন্নাথ বিশ্বদ্যিালয় সাংবাদিক সমিতি (জবিসাস) নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং সেই সাথে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছ।



ঢাকা, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ