Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে দেশি প্রজাতির মাছ সংরক্ষণ প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৬, ০১:৩৮

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছোট প্রজাতির দেশি মাছ সংরক্ষণ ও পোনা উৎপাদন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা দেড়টায় প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম এ প্রকল্প উদ্বোধন করেন।

প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ও প্রকল্প পরিচালক প্রফেসর ড. আবদুস সালাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় গড়ে তোলা এ প্রকল্পে শিং, মাগুর, কৈ, টেংরা, পাবদা, পুটি, বাইন, বুতুম, মলা, ঢেলা ইত্যাদি দেশি প্রজাতির ছোট মাছ সংরক্ষণ ও পোনা উৎপাদন করা হবে।

তিনি আরো বলেন, এ প্রকল্পের আওতায় রুই, কাতলা, মৃগেল, কালো বাউস প্রভৃতি প্রজাতির বড় মাছও সংরক্ষণ এবং পোনা উৎপাদন করা হবে। তিনি জানান, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখানেই প্রথম এ ধরনের মৎস্য প্রকল্প গড়ে তোলা হয়েছে। প্রকল্পের কাজ পুরোপুরি শুরু হলে দেশি মাছের পোনা উৎপাদনে এ প্রকল্প উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভিসি প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় ট্রেজারার প্রফেসর ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল জব্বার হাওলাদার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ