Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘গুজবের মহানায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর’

প্রকাশিত: ২০ মে ২০১৮, ০৪:১০

ঢাবি লাইভ: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর গুজবের মহানায়ক। তারা একেক সময় একেক কথা বলেন বলে মন্তব্য করেছেন তিনি ।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কবি সুফিয়া কামাল হলে গত ৮ এপ্রিল রাতের ঘটনায় যাচাই-বাছাই না করে ছাত্রলীগের নেত্রী এশাকে বহিষ্কার করা হয় । সেদিন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর সংবাদ মাধ্যমেও বলেছেন, এশা দোষী প্রমাণিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে । কিন্তু, পরে ভিসি আবার এ ঘটনা সম্পর্কে ভিন্ন কথা বলেছেন। মূলত বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর গুজবের মহানায়ক ।’

সংবাদ সম্মেলনে থেকে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় । তবে প্রজ্ঞাপণ জারি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পূর্বের মতো অব্যাহত রাখার কথাও বলা হয় । সংবাদ সম্মেলনে যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তাদের ওপর নানা রকমের হুমকি আসছে, গত ১৭ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী আশরাফুল ইসলাম রায়হানকে ছাত্রলীগ নেতারা শিবির ট্যাগ দিয়ে মারধর করে হল থেকে বের করে দিয়েছে৷ আমরা এর তীব্র নিন্দা জানাই ।’

আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘সারাদেশে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে ৷ আমরা সরকারের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি করছি ।’

 


ঢাকা, ১৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ