Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্ববিদ্যালয় ছাত্র লাঞ্ছিত, বাসে হাফভাড়া নেয়ার অঙ্গীকার

প্রকাশিত: ১৭ মে ২০১৮, ১৭:০৮

লাইভ প্রতিবেদক : রাজধানীতে সিটিং সার্ভিসে সরকারি নির্দেশনা না মেনে চলার অভিযোগ উঠেছে। নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়ার কথা থাকলেও সিটিং সার্ভিসে মাঝে মাঝেই এনিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বচসা হয়। বুধবার রাজধানীর অাব্দুল্লাপুর থেকে আগারগাও রুটের বাস জাবালে নূরে হাফ ভাড়া নিয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে চরমভাবে লাঞ্ছিত করা হয়েছে। এসময় ওই ছাত্রকে রংবাজ বলে আখ্যায়িত করা হয়। এনিয়ে পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে মুচলেকা দেয়া হয়। এসময় শিক্ষার্থীদের কাছ থেকে আজীবন হাফভাড়া রাখার অঙ্গীকার করে জাবালে নূর পরিবন নামে ওই বাস কর্তৃপক্ষ।

জানা গেছে, রাজধানীর অাগারগাঁও থেকে আবদুল্লাপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের একটি বাসে ওঠেন গ্রীন ইউনিভার্সিটির এক ছাত্র। এসময় তিনি হাফ ভাড়া দিতে চাইলে তাকে চরমভাবে লাঞ্ছিত করা হয়। এসময় বাসের হেলপার সব বিশ্ববিদ্যালয়কে উদ্দশ্য করে অপমান জনক কথা বলতে থাকে। একপর্যায়ে গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রংবাজ বলে অাখ্যায়িত করে। এঘটনার প্রতিবাদে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস আটকে রেখে অ্যনায়ের প্রতিবাদ জানায়। পরে মালিকপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহারের অঙ্গীকার করে বাস কর্তৃপক্ষ। একই সঙ্গে সব শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়ার অঙ্গীকার করা হয়।

ঢাকা, ১৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ