Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে গণবি-তে নির্বাক অবস্থান

প্রকাশিত: ২৮ নভেম্বার ২০১৬, ০২:৫৩

 



 
গণবি লাইভ: মিয়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিম গণহত্যা, হামলা, নির্যাতন এবং দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয় (গণবি) আইন বিভাগের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে নির্বাক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ এর উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এই নির্বাক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।   

আইন বিভাগের শিক্ষার্থী তৌফিকুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান, আজিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী।

তাদের সাথে কর্মসূচীতে স্থানীয় মানুষদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় তারা মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম অধিবাসী রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীসহ স্থানীয় বৌদ্ধদের সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ করেন এবং দ্রুত এ অমানবিক নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি জানান।

কর্মসূচি শেষে আইন বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, আমরা ধর্মের বিচারে নয়, মানবিক দৃষ্টিকোন থেকে এখানে একত্রিত হয়েছি। মায়ানমারের এই নৈতিকতার অবক্ষয় রোধে জাতিসংঘ ও বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোর উচিত এর স্থায়ী সমাধানের চেষ্টা করা। কিন্তু তারা তা না করে প্রতিবেশী দেশগুলোকে চাপ দিচ্ছে শরণার্থী নেয়ার জন্য। যা কোন দীর্ঘস্থায়ী সমাধান হতে পারেনা।

সম্প্রতি, গত অক্টোবরের শুরুর দিকে রোহিঙ্গাদের ওপর এই নির্যাতন শুরু। তখন বাংলাদেশের সীমান্তবর্তী রোহিঙ্গা মুসলিম-অধ্যুষিত রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলায় কয়েকজন পুলিশ সদস্য নিহত হন। এরপরই অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। জঙ্গি দমনের নামে সেনাদের চালানো অব্যাহত অভিযানে এরই মধ্যে সেখানকার বহু মুসলিম প্রাণ হারিয়েছেন।

সেনাবাহিনীর আক্রমনে ঘর-বাড়ি, সহায়-সম্বল হারিয়ে রোহিঙ্গারা খোলা আকাশের নিচে বাস করছেন। নৌপথে পার্শ্ববর্তী দেশসমুহে আশ্রয়ের জন্য যাওয়ার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোন দেশই তাদের শরনার্থী হিসেবে আশ্রয় দিতে রাজি নয়। ফলে, নিরুপায় হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে তারা।  


ঢাকা, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ