Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এসইউবি-তে ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায়

প্রকাশিত: ২৮ নভেম্বার ২০১৬, ০২:৪৪

 




এসইউবি লাইভ: সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে (এসইউবি) ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায় ও পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ নভেম্বর ১৬) স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মঈনুদ্দীন আহমদ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সাবেক ভিসি এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, প্রভাষক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, তোমরা যারা শিক্ষা সনদ অর্জন করলে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। মনে রাখবে মেধা ও শ্রম দিয়ে অর্জিত ডিগ্রিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। জ্ঞানের মাধ্যমে সমাজকে আলোকিত করতে হবে। ইসলামিক স্টাডিজ বিভাগে সব ধর্মের শিক্ষার্থীদের এমন ভ্রাতৃত্ববোধ দেখে আমি সত্যিই মুগ্ধ। ইসলামের শিক্ষা নিয়ে শান্তিময় সমাজ বিনির্মাণ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে এটাই প্রত্যাশা করছি।


ঢাকা, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ