Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৬, ১০:১২

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সিনেট হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি প্রফেসর মো. রুহুল ফোরকান সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেনবিশ্ববিদ্যালয় প্রোভিসি প্রফেসর মো. আবুল হোসেন, ট্রেজারার প্রফেসর আবুল খায়ের।

মূল বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনী বিভাগের প্রফেসর আশরাফুন্নেসা ও জাবি ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. মোজেজা জহুরা।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিদিন গড়ে ১৮ জন নারী মারা যান জরায়ুমুখের ক্যান্সারে। এজন্য এই রোগ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।

তাঁরা জানান, যৌন সংস্পর্শ, এইচ.পি.ভি ভাইরাস, ধুমপান ইত্যাদি দ্বারা এই রোগ হতে পারে। এই রোগ মারাত্মক হলেও প্রতিরোধ যোগ্য। অপারেশন, রেডিও থেরাপি, কেমো থেরাপি, টিকাগ্রহণ, নিয়মিত জরায়ুমুখ পরীক্ষা ও ধুমপান বর্জনের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

বাল্যবিবাহ থেকে বিরত থাকলেও এই রোগের হার অনেক কমে যাবে। প্রতি তিন বছর অন্তর ৩০ বছরের বেশী বয়সী নারীদের অবশ্যই জরায়ুমুখ পরীক্ষা করাতে বলেন বক্তারা।

এসআর//জাবি, ২৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ