Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে দুই দিনব্যাপী পুনর্মিলনী শুরু ৫ জানুয়ারি

প্রকাশিত: ২৬ নভেম্বার ২০১৬, ১৮:০৯

 

জাবি লাইভ: ‘ঐতিহ্যের শিঁকড়ে খুঁজি আপন অস্তিত্ব’ শ্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সম্প্রসারিত আল-বেরুনী হল আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘প্রথম পুনর্মিলনী-২০১৭’।

সম্প্রসারিত আল-বেরুনী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুনর্মিলনীর আহ্বায়ক খায়রুল বাশার রাজু।

তিনি জানান, আগামী ৫ ও ৬ জানুয়ারি দুইদিন ব্যাপী সম্প্রসারিত আল-বেরুনী হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এ পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছে। দুই দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে, বর্ণাঢ্য র‌্যালী, বাউল সন্ধ্যা, স্মৃতি চারণ, স্যুভেনির ও টি-শার্ট বিতরণ, প্রীতি ক্রিকেট ম্যাচ এবং কনসার্ট,।

পুনর্মিলনীর ২য় দিন ৬ জানুয়ারি সন্ধ্যায় হলের প্রাক্তণ শিক্ষার্থী প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদীকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। হুমায়ুন ফরিদীর বোন পিনু ফরিদী সম্মাননাটি গ্রহণ করবেন।

পুনর্মিলনীর জন্য সরাসরি বা অনলাইন দুই পদ্ধতিতেই রেজিস্ট্রেশন করা যাবে। সরাসরি রেজিস্ট্রেশন করতে হলে প্রতি ব্যাচের জন্য নির্ধারিত প্রতিনিধির কাছ ফি জমা দিতে হবে। এছাড়া পুনর্মিলনীর কোষাধ্যক্ষ নাজিব রহমানের কাছেও ফি জমা দেওয়া যাবে।

এছাড় www.cognitoforms.com/AlBeruniHall/_1stReunion2017OfAlBeruniHallExtension 

অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। ০১৭৪৭৭১৮৫৪৫ (নাজিব রহমান, পার্সোনাল) নাম্বারে বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

হলের নোটিশ বোর্ড, ফেসবুক গ্রুপ ও ইভেন্টে পুনর্মিলনীর আপডেট পাওয়া যাবে। বিস্তারিত জানতে খায়রুল বাশার রাজু (০১৯১৪১০৯৬৫১), সাদ্দাম হোসেন (০১৭৫১৬৬৩৫৪০), নাজিব রহমান (০১৭৪৭৭১৮৫৪৫) ও সোয়াইব রহমান সজীবের (০১৭৫৫৪৮৯৮০৮) সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে পুনর্মিলনীর কোষাধ্যক্ষ নাজিব রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোয়াইব রহমান সজীব, সুভ্যেনিরের সম্পাদক একরামুল হোসেন শুভ, রেদওয়ান রুম্মন প্রমুখ উপস্থিত ছিলেন।


ঢাকা, ২৬, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ