Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

র‌্যাগিংয়ের অভিযোগে জাবির ৪ ছাত্রকে শোকজ

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৮, ০৮:০৫

জাবি লাইভ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগিংয়ের অভিযোগে চার শিক্ষার্থীকে শোকজ করেছে প্রশাসন। তারা বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী। তাদের ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এর আগে গত ১৫ মার্চ ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের কয়েক শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তপন কুমার সাহা তিনি জানান, ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে ফিন্যান্স ও ব্যাঙ্কিং বিভাগর প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিং ও মারধরের অভিযোগে সরকার ও রাজনীতি বিভাগের অর্নব, গুলজার ও নাইমুর এবং ইতিহাস বিভাগের আসিফকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। তাদেরকে আগামী সাত দিনের মধ্যে (২৯ মার্চ) কারণ দর্শনোর জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ অভিযুক্ত চার শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ফিন্যান্স ও ব্যাঙ্কিং বিভাগর ৪৬ তম ব্যাচের ১৪ জন শিক্ষার্থীকে সপ্তম ছায়া মঞ্চে ডেকে নিয়ে র‌্যাগিং ও মারধরের অভিযোগ রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বুধবার ঘটনার বিচার দাবি করে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।

ঢাকা, ২৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ