Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আদ্যপান্ত

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০১৬, ২২:১২

 




জাককানইবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্নাতক ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর ২০১৬ তারিখে। “ঘ” ইউনিটে ৭টি বিভাগে ৪২০টি আসনের জন্য ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন ১১,৮৮৬ জন শিক্ষার্থী ।

‘ঘ’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদের ৭টি বিভাগ হলঃ অর্থনীতি, লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ, আইন ও বিচার বিভাগ, ফোকলোর বিভাগ, নৃ-বিজ্ঞান বিভাগ, পপুলেশন সায়েন্স বিভাগ, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ।

ভর্তি পরীক্ষায় এই ইউনিটের প্রতি বিভাগে ৬০ জন করে শিক্ষার্থীকে ভর্তির নেওয়া হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ নিয়মে অনুষ্ঠিত হবে, প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে। ‘ঘ’ ইউনিটের লিখিত ১০০ নম্বরের মাঝে বাংলা- ২০, ইংরেজি- ৩০, সাধারন জ্ঞান -৩৫, গানিতিক যুক্তি ও মানসিক দক্ষতার উপর ১৫ নম্বরের প্রশ্ন আসবে।

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি শাহজাদা আহসান হাবীব জানান, ‘ঘ’ ইউনিটের পরীক্ষা তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই গুলো হল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নজরুল ডিগ্রি কলেজ ও ত্রিশাল মহিলা কলেজ। এছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের বিজোড় রোলধারীদের সকাল শিফটে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ও জোড় রোলধারীদের বিকাল শিফটে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া পরীক্ষার স্বচ্ছতা বাড়াতে এবারই প্রথম পরীক্ষার্থীদের কাছ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফেরত নেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহিদুল কবীর জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
(www.jkkniu.edu.bd) হতে প্রবেশপত্র ডাউনলোড করে পূরণ করে হলে নিয়ে আসতে
হবে। সেই সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সঙ্গে আনতে হবে।

ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোন ইলেক্ট্রনিকস ডিভাইস আনা যাবে না।



জাককানইবি, ২৩, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ