Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৩৫তম বিসিএস মনোনীত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৬, ০৬:৪৬



ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় সাকসেস ফাউন্ডেশনের উদ্যোগে আজ মঙ্গলবার বিজনেস স্টাডিজ অনুষদের মিলনায়তনে ৩৫তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯০জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সাকসেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মো: মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে ‘রাজা দেখে রাজা হোন’ এই প্রতিপাদ্য নিয়ে ১২০তম মোটিভেশনাল সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো: মোশাররফ হোসেন।

ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ৩৫তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, দেশের উন্নতি নির্ভর করে আমলাতন্ত্রের ওপর। প্রজাতন্ত্রের মূল চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যায় আমলাতন্ত্র।

এই আমলাতন্ত্রের নবীণ সদস্য হিসেবে তোমাদেরকে দেশকে ভালবাসতে হবে, দেশের মানুষকে ভালবাসতে হবে, সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে এবং সর্বোপরি সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ভিসি প্রফেসর ড. আরেফিন সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবিচল লক্ষ্য নিয়ে দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাঁর দেশ ও জাতি গড়ার সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।


ঢাকা, ২৭ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 

 

 

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ