Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার

প্রকাশিত: ২২ নভেম্বার ২০১৬, ০১:১২

লাইভ প্রতিবেদক: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে মাইক্রো বায়োলজি ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্চিনিয়ারিং বিভাগ যৌথ ভাবে এক সেমিনারের আয়োজন করে। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানে সফটওয়ার এর প্রযুক্তি ও গণিত ব্যবহার’।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস-প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. রাশেদ নূর এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্চিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. কামরুদ্দিন নূর।

অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরওয়ের বারজেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর ড. ল্যামো এবং একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং, গণিত ও পদার্থবিদ্যার প্রফেসর ড. তালাল রহমান।

বক্তারা বাংলাদেশে স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে যে সব বিষয় সমস্যার সৃষ্টি করছে সেগুলো তুলে ধরেন। স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে কী ভাবে তথ্যপ্রযুক্তি (আইটি) ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্যাবলি ব্যবহার করা যেতে পারে তার ওপর আলোকপাত করেন।

সেমিনারে এসব বিষয়ে আলোচনার পাশাপাশি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও নরওয়ের বারজেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র গুলোর ওপর আলোচনা করেন। সেমিনারটি পরিচালনা করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সদস্য ফারহানাজ ফিরোজ।

 

ঢাকা, ২১, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ