Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের হুমকি

প্রকাশিত: ২১ নভেম্বার ২০১৬, ২৩:১১

ঢাবি লাইভ: মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছে ঢাবির হাজার হাজার শিক্ষার্থীরা। মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অবস্থিত মিয়ানমারে দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।

সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে এক বিশাল মানববন্ধন করে হাজারো সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা চলছে। অতি দ্রুত এ চরম নির্যাতন বন্ধ করতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে বার্মাতে বসবাস করার সুযোগ দেয়ার জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেনে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের অং সান সুচীর নোবেল পদক কেড়ে নেয়ার দাবি জানিয়েছেন।

মানব বন্ধনের আহবায়কদের অন্যতম তোফায়েল হুসাইন, মোতাকাব্বির খান প্রবাসসহ ছাত্র নেতারা বলেন বিশ্ব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিয়ানমারের মুসলিম হত্যার চিত্র অমানবিক। কোনো ধর্মেই মানুষ হত্যার কথা বলেনি। অথচ মিয়ানমারে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। মূলত এ হত্যা বন্ধের দাবিতে আমরা একত্রিত হয়েছি।

মানব বন্ধনে হাজারো শিক্ষার্থী স্টপ জেনোসাইড ইন মিয়ানমার বলে শ্লোগান দেন।

ঢাকা, ২১, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ