Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে বিশ্ব পর্যটন দিবসের র‌্যালি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৬, ০৩:২৩


ঢাবি লাইভ: বিশ্ব পর্যটন দিবস-২০১৬ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে “সকলের জন্য পর্যটন: সর্বজনীন পর্যটনের অভিগম্যতা” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এক র‌্যালি বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালিটি উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ভিসির নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভাগের বিপুল সংখ্যক শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

এসময় পর্যটন দিবসের প্র‌তিপাদ্যকে যথার্থ ক‌রতে হলে সবার জন্য পর্যটন উন্মুক্ত করার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্রফেসর আ আ ম স আরে‌ফিন সি‌দ্দিক। একইসঙ্গে পর্যটন নী‌তিমালা সবার কথা চিন্তা করে করার কথাও বলেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর মৎস্য ভবন থেকে সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানার, ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশ নেয়।

র‌্যালি শেষে আরে‌ফিন সি‌দ্দিক বলেন, এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যটন’। এর মধ্য দিয়ে ধনী-দ‌রিদ্র সবার জন্য পর্যটন‌ আহ্বান জানান দিচ্ছে।

‌তি‌নি বলেন, এবারের পর্যটন দিবসের প্র‌তিপাদ্যকে যথার্থ করতে হলে সবার জন্য পর্যটন উন্মুক্ত করতে হবে। একই সঙ্গে পর্যটন নী‌তিমালা সবার কথা চিন্তা করে করার আহ্বান জানান তি‌নি। সেই নী‌তিমালা এমনভাবে করতে হবে যেন যারা অর্থে (টাকা-পয়সা) দ‌রিদ্র হলেও পর্যটনের ক্ষেত্রে তার অংশগ্রহণে কোনো বাধা বা প্র‌তিবন্ধকতা না হয়।

বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান ক‌বির বলেন, আমরা সবাই একসঙ্গে থাকলে পর্যটনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এ খাতকে এ‌গিয়ে নেওয়া সম্ভব।

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রতিবছরই এ ধরনের র‌্যালির আয়োজন করা হয়।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 

 

 

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ