Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে র‌্যাগিংয়ে মানসিক ভারসাম্যহীন, ৪ ছাত্র শোকজ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৮, ০৬:৫৮

জাবি লাইভ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের কারণে এক ছাত্র মানসিক ভরসাম্যহীন হওয়ার ঘটনায় জড়িত ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের ছাত্র। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার দুপুরে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমানকে র‌্যাগিংয়ের অভিযোগে সত্যতা পাওয়ায় আমরা চার অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।

অভিযুক্ত মামুন, হিমেল, সুদীপ্ত ও আনোয়ারকে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রক্টর বরাবর চিঠির উত্তর দেয়ার (কারণ দর্শানোর) জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী মিজানুর রহমানকে একই বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা (৪৬ ব্যাচ) পরিচয়ের নামে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এতে মিজান মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তীতে পরিবারের সহায়তায় তাকে চিকীৎসাধীন রাখা হয়েছে।

ঢাকা, ১২ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ