Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্টামফোর্ডে বিশ্ব শিশু দিবস পালন

প্রকাশিত: ২১ নভেম্বার ২০১৬, ০২:৪৩

লাইভ প্রতিবেদক: স্টামর্ফোড ইউনির্ভাসিটি ভলান্টিয়ারস ক্লাবের আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। "আমরাই পারি শিশুকে রক্ষা করতে" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি পালস করে SUVs এর সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস থেকে সকাল ৮ টায় এই র‌্যালী শুরু হয়ে ভিকারুন্নেসা স্কুল, রমনা থানা ও বেইলি রোড হয়ে আবার র‌্যালিটি সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‌্যালীতে ক্লাবের কনভেনর ও বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মৃত্যুন্জয় আচার্য্যের নেতৃত্বে ক্লাবের প্রায় আঁশিজন ভলান্টিয়ারস র্যালিতে অংশ নেন। এসময় আরো উপস্থিত ছিলেন মাইক্রো বায়োলজি বিভাগের শিক্ষক কমল কান্তি, ক্লাবের কো-অর্ডিনেটর ফয়সাল আমিন, কো-কোঅর্ডিনেটর জায়েদ মাহমুদ শুভ।

বিশেষ দিনে স্ট্যামর্ফোড ইউনির্ভাসিটি ভলেন্টিয়ারস (SUVs) এর সকল সদস্য ( ছাত্র-ছাত্রীরা) শিশুদের প্রতি সচেতন মূলক বিভিন্ন লিফলেট বিতরণ করে।

আয়োজনের সফল সমাপ্তি শেষে ক্লাবের কনভেনর মৃত্যুন্জয় আচার্য্য বলেন, " শিশুদেরকে ভালোবাসার মাধ্যমে পৃথিবীটাকে সুন্দর করা যায়। স্টামফোর্ড ভলান্টিয়ারস ক্লাব সবসময়ের মত ভালো কাজের মধ্যে থাকে এবং ভবিষৎতেও আরো মানব সেবী কাজ করবে।"

ঢাকা, ২০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ