Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে কারা আসছেন?

প্রকাশিত: ২১ নভেম্বার ২০১৬, ০২:২৫

 



ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ ছাত্র জনতার অধিকার ও দাবি আদায়ে সেই ৫২ থেকে মূল নেতৃত্বের ভুমিকা পালন করছে। বর্তমানে যারা এই বাংলাদেশের কর্ণধার তারা ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একেকটি নিবেদিত কর্মী হিসেবেই তাদের দায়িত্ব পালন করে গেছেন।

বলা হয় ছাত্রলীগ নামক সংগঠনটির শক্তির আধার হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আর ছাত্রলীগের এই প্রাণের লীলাভূমিকে আরো গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্মেলনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসাহ, উদ্দীপনা। পুরো ক্যাম্পাসে চলছে চুলচেরা বিশ্লেষণ, কোন হলে কোন নেতা পদ পাবেন তা নিয়ে চলছে বিস্তর জল্পনা কল্পনা।

২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা লীগের হল সম্মেলন। এ সম্মেলনের কয়েক ঘন্টার মধ্যেই ঘোষিত হবে হল কমিটি । ইতিমধ্যে পূর্বের তুলনায় সরগরম হয়ে উঠেছে রাজনীতির আঁতুড়ঘর মধুর ক্যান্টিন। পদ প্রত্যাশীরা নিয়মিত সমর্থকদের নিয়ে নিজেদের জনশক্তির প্রদর্শনী করছেন।

এদিকে বিভিন্ন হল কমিটিতে ফ্রেশ ব্যাকগ্রাউন্ডের ছাত্রদেরই নেতৃত্বে আনা হবে বলে বিশ্বাস করেন সাধারণ কর্মীরা।

সম্মেলনকে ঘিরে মধুর ক্যান্টিন থেকে শুরু করে সরগরম হয়ে ওঠেছে পুরো ক্যাম্পাস। ঊর্ধ্বতন থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রতিটি স্তরে আলোচনা হচ্ছে সম্মেলনকে ঘিরে। বিভিন্ন হলে, ক্যম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও একই আলোচনা- কে বা কারা হচ্ছেন হল ছাত্রলীগের কাণ্ডারী। সম্মেলনকে ঘিরে সবার মাঝে উৎসাহ, চলছে নানা সমীকরণ।

রাজনীতির সূতিকাগার বিশ্ববিদ্যালয়টির ‘হল সম্মেলন’ – কে ঘিরে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন হলের সভাপতি-সম্পাদক পদ প্রত্যাশী নেতা-কর্মীদের দ্বারা কানায় কানায় পূর্ণ থাকছে মধুর ক্যান্টিন। বিভিন্ন হল শাখার পদ প্রত্যশীরা নিজেদের নেতা-কর্মীদের নিয়ে ক্যাম্পাসে ভিড় করছেন। স্লোগানে মুখরিত করছেন ক্যাম্পাস চত্বর।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান নতুন কমিটিতে নিয়মিত ছাত্রদের প্রাধান্য দেয়া হবে বলে জানান।

এ ছাড়াও তিনি বলেন, নিয়মিত ছাত্রদের পাশাপাশি যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এবং দেশরত্ন শেখ হাসিনার মধ্যম আয়ের দেশ নির্মাণে উপযুক্ত, নতুন কমিটিতে তাদেরকেই রাখা হবে। ছাত্রলীগের কমিটিতে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। প্রয়োজনে জীবনবৃত্তান্ত দেখে তাদের ব্যাপারে বিস্তারিত জানা হবে।


 দেখে নেয়া যাক ঢাবির হল কমিটিতে কারা আসছেন?

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি বিশ্লেষণ করে দেখা গেছে, মুহসিন হলের কমিটিতে আসার জন্য একাধিক প্রার্থী রয়েছে। যারা নিয়মিত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল প্রোগ্রামে অংশ নিয়ে থাকেন।

হলটির বিভিন্ন মিটিং মিছিলে যাদের দেখা গেছে সবচেয়ে বেশি তারা হলেন, ইব্রাহিম রাজু, জহির রায়হান, তামিম আহমেদ, মুজাহিদুল ইসলাম, মাহমুদ হাসান, হোসাইন আহমেদ, ইমরান হোসেন, মেহেদী হাসান, জাহিদ হাসান জয়।

এদের মধ্য থেকেই কাউকে বেছে নেয়া হবে বলে মনে করছেন হল শাখা ছাত্রলীগের কর্মীরা ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সভাপতি-সাধারণ সম্পাদকের দৌড়ে এগিয়ে অাছেন-রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, বরিকুল ইসলাম বাধন, সুর্য,অাব্দুল গাফ্ফার,জাহিদ হাসান।

কবি জসিমউদ্দিন হলে ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু ছিলেন। তাই এই হলে তার অাধিপত্য এখনও অাছে। এই হলে যারা এগিয়ে অাছেন তারা হলেন-শাহেদ খান, অাব্দুর রহমান, রানা, রবি, সজীব, আরিফ ও কাওসার।

সূর্যসেন হলে বেনজির আহমেদ, সরওয়ার সরো, কামাল হোসেন, হাফিজুর রহমান, সুমন হোসেন এই পাঁচ জনের মধ্য থেকেই হবেন হলটির প্রেসিডেন্ট – সেক্রেটারি।

সার্জেন্ট জহুরুল হক হলে সোহান খান ও অাসিফ তালুকদার এই দুজন সবচেয়ে বেশি এগিয়ে অাছেন।

 



সলিমুল্লাহ মুসলিম হলে রাকিবুল ইসলাম ঐতিহ্য, অাসিফ, মেহেদী হাসান তাপস, তাহসান খান,মিজানুর রহমান,শেখ অাল অামিন এবং ইমরান এগিয়ে রয়েছ্ন।

বিজয় একাত্তরে এগিয়ে আছেন তৌকির তপু, আরিফ শেখ এবংসাইফুল ইসলাম জুয়েল, সালমান ফারসী, ফারহান ফারুক, নয়ন হাওলাদার, ফকির রাসেল আহমদ, এস. এম. বাপ্পী, ওবায়দুর রহমান এবং রাজিবুল তারিফের সম্ভাবনা আছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল নিয়ে উত্তেজনাটা একটু বেশি।কারণ  এ হল থেকেই  উঠে এসেছেন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। সেকারণে এই হলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার কাছেই। এই হলে সভাপতি ও সাধারণ সম্পাদকের দৌড়ে এগিয়ে আছেন-ইউসুফ উদ্দিন অপূর্ব,শেখ সাগর অাহমেদ, আব্দুল্লাহ আল মাসুদ লিমন, নাজমুল ইসলাম।এই ৪ জনের মধ্যেই সভাপতি-সাধারণ সম্পাদক হবেন। এটি নিশ্চিত।

শহীদুল্লাহ হলে নাজিউর রহমান রকি, ইমরান হোসেন, আবুল ফাত্তাহ তুহিন, আরিফ হোসাইন আরিফ, রিফাত হাসান রবিন, কবির হোসেন, তরিকুল ইসলাম, নাসির আহমদে।

ফজলুল হক মুসলিম হলে শাহরিয়ার সিদ্দিক সিসিম, আরিফ ইবনে আলী, আজিজুল হক সরকার,শাওন চৌধুরী, রাশেদ আহমেদ, আহসান হাবীব খান এবং আব্দুল ওয়াজেদ নেতৃত্বের দৌড়ে রয়েছেন।

এফ রহমান হলে এগিয়ে আছেন হাফিজুর রহমান, মোঃ রনি, সুজন শেখ, জুয়েল রানা, শেখ নাজমুল , রাসেল, শামীম আহমেদ, শাহরিয়ার, শুভ মিলন। এদের মধ্য থেকেই ২ জনকে সভাপতি ও সেক্রেটারি পদের জন্য মনোনীত করা হবে।

একু্শে হলে তানজির আহমেদ, তাশফিক আহমেদ লিমন, ওসমান গণি এগিয়ে রয়েছেন।

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলঃ এ হলে যারা আলোচনায় রয়েছেন যারা তাদের মধ্য বেনজীর হোসেন নিশি ও শিরিন এ দুজনের মধ্যেই নেতৃত্ব থাকছে বলে মনে করেন নেতাকর্মীরা।

বেগম রোকেয়া হলঃ রোকেয়া হলকে নারী নেতৃত্বের উর্বর ভূমি হিসাবে বিবেচনা করা হয় তাই স্বাভাবিকভাবেই হলটির গুরুত্ব একটু বেশী। এ হলে সাবরিনা, শ্রাবণী ও লিপি আক্তারের মধ্যেই নেতৃত্ব থাকার সম্ভাবনা।

বেগম সুফিয়া কামাল হলঃ এ হলে ইফফাত জাহান ইশা, নুরুন্নাহার সোমা, নাজমুন সালেহিন তৃষা, রিমঝিম ও সম্পার মধ্যে থেকেই নেতৃত্ব আসবে বলে মনে করছেন হলটির নেতা কর্মীরা।

কুয়েত মৈত্রী হলঃ ফরিদা পারভিন ও সুস্মিতা সেন এ দুজনই নেতৃত্বে থাকার সম্ভাবনা নেতা কর্মীদের মতে। আরও রয়েছেন ফারহানা রিমি, শ্রাবনি।

শামসুন্নাহার হলঃ এ হলে একটু জটিল সমীকরণ তারপরেও অনুসন্ধানে উঠে এসেছে শান্তা, লাবন্য, তন্নি ও মুনের বাম, এদের মধ্যই হলটির নেতৃত্ব থাকবে বলে মনে করা হচ্ছে।


ঢাবি, ২০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ